মানুষের শুরু হয় জন্ম দিয়ে এবং শেষ হয় মৃত্যু দিয়ে।মৃত ব্যক্তির আত্তার শান্তির জন্য এবং শেষ বিদায় এর জন্য ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা যে কাজগুলো করে থাকি তার মধ্যে অন্যতম কাজ হল জানাযা। এটি মৃত ব্যক্তির ওয়ারিশদের জন্য ফরজ কাজ, আর প্রত্যেক মৃত ব্যক্তির হক ।তাই এই মৃত ব্যক্তির বিদায়ই মুহুরতে সঠিক ভাবে জানাযা করা আমাদের একান্ত দায়িত্ব।আমরা অনেক এই আছি যে জানাযা নিয়ম কানন সম্পর্কে সঠিক ভাবে জানিনা।তাই আমাদের এই apps টিতে মৃত ব্যক্তির গোসল থেকে শুরু করে দাফন দেয়া পর্যন্ত সকল নিয়ম কানন আপনাদের জানার জন্য apps টিতে সবকিছু দেয়া হয়েছে.