বাংলায় ধাঁধার উৎপত্তি অনেক কাল আগে বলে মনে করা হয় | কবি কালিদাস বা 'কালিদাস পন্ডিতের' ধাঁধা নামে আমরা ছোটবেলা থেকে অনেক ধাঁধা পরে এসেছি | তবে সব ধাঁধাই যে কালিদাসের নয় তা বুঝতে বুদ্ধি লাগে না | যেই লিখুক, আমাদের ছেলেবেলায় এসব ধাঁধা দাদু ঠাকুমারা আমাদের ধরে শান্ত করিয়ে রাখতেন | আজও গ্রামবাংলায় বিয়েতে বর আটকাতে কিংবা নিছক আড্ডায় বাঙালিরা ধাঁধা ব্যবহার করেন |.
댓글